ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৭

প্রধানমন্ত্রীর চা-চক্রে  যাবে না ঐক্যফ্রন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৫ ১ ফেব্রুয়ারি ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণে যাচ্ছে না ঐক্যফ্রন্ট। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে চা-চক্রে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গণভবনে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম প্রধান বিষয়টি  নিশ্চিত করে জানিয়েছেন ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে ঐক্যফ্রন্টের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের চিঠি নিয়ে জাহাঙ্গীর আলম মিন্টু, আজমেরী বেগম ছন্দসহ আমরা তিনজন গিয়েছিলাম। বেলা ১১ টা ২০ মিনিটে আমরা গণভবনে চিঠি জমা দেই। ১২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার টু খুরশিদ আলম চিঠি গ্রহণ করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, কমিটি এই চা চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী এখনো জেলে আছেন। নতুন নতুন মামলায় আরও সংখ্যক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।’

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে আগামীকাল শনিবার গণভবনে চা-চক্রের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংলাপে অংশ নেওয়া ঐক্যফ্রন্টের নেতারা গত ২৬ জানুয়ারি এ দাওয়াতের চিঠি পান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর